Header Ads Widget

Responsive Advertisement

যাত্রীরা মেট্রোরেলে, বাসে হাহুতাশ

 

যাত্রীরা মেট্রোরেলে, বাসে হাহুতাশ


উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালুর পর এই রুটে এখন বাস সামনের রাস্তা আটকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য। গতকাল সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকাছবি: খালেদ সরকার

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর এই পথে যেতে আর বাসে ওঠেননি মিঠু হালদার। তাঁর বাসা মিরপুরের পল্লবীতে। তাঁকে অফিসের কাজে প্রতিদিন মতিঝিলে যেতে হয়।

মিঠু প্রথম আলোকে বলেন, মেট্রোরেলে পল্লবী থেকে মতিঝিল যেতে তাঁর সময় লাগে ২৬ থেকে ২৭ মিনিট। আগে বাসে যেতে সময় লাগত দুই থেকে আড়াই ঘণ্টা।

মিঠুর মতো অনেক নিয়মিত যাত্রীই এখন বাসে চলাচল বাদ দিয়েছেন। তাঁরা বেছে নিয়েছেন মেট্রোরেল। এ কারণে মিরপুর-মতিঝিল পথে বাসে যাত্রী কমেছে। আয় কমেছে মালিক ও শ্রমিকের।

আরও পড়ুন

Post a Comment

0 Comments