Header Ads Widget

Responsive Advertisement

প্রিমিয়ার লিগে ত্রিমুখী লড়াই, জাল গুটাচ্ছে পিএসজি, ইন্টার

 

প্রিমিয়ার লিগে ত্রিমুখী লড়াই, জাল গুটাচ্ছে পিএসজি, ইন্টার


বায়ার লেভারকুসেনের মাঠ বে অ্যারেনারয়টার্স


লিগ শেষ হতে এখনো তিন মাস বাকি। তবু লা লিগা ও বুন্দেসলিগার শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ পর্ব হয়ে উঠতে পারে গত সপ্তাহটি। স্পেন ও জার্মানির লিগে শীর্ষস্থান নিয়ে টানা কয়েক সপ্তাহ ধরে চলা দুই দলের লড়াইয়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি-অবনতি ঘটেছে এ সময়ে। আবার ইতালি ও ফ্রান্সে শীর্ষে থাকা দল নিজেদের অবস্থানকে করেছে আরও সংহত। তবে প্রিমিয়ার লিগের হিসাব-নিকাশ এখনো ত্রিমুখী হয়ে আছে। সপ্তাহ শেষে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শীর্ষ দলগুলোর অবস্থান দেখে নিন একঝলকে।

লা লিগা: রিয়ালের বড় লাফ

গত ৩০ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদের কাছে হারের পর থেকেই লা লিগায় অপরাজিত ছিল জিরোনা, যে অপরাজেয় যাত্রা কাতালুনিয়ার ক্লাবটিকে শিরোপার অন্যতম দাবিদারে পরিণত করে। সপ্তাহের পর সপ্তাহ রিয়ালকে চাপের ওপর রাখা জিরোনা গত শনিবার পা হড়কেছে। দলটির টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার ধারা থেমেছে রিয়ালেরই কাছে ৪-০ গোলে হেরে। সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে হারিয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। এ সপ্তাহে জিরোনার মতো পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদও। বার্সেলোনা ৩-৩ গোলে ড্র করে গ্রানাদার সঙ্গে, আর সেভিয়ার কাছে হেরেই গেছে (১-০) আতলেতিকো।

সিরি ‘আ’: ৭ পয়েন্ট এগিয়ে ইন্টার মিলানদুইয়ে থাকা জুভেন্টাসকে হারিয়ে গত সপ্তাহেই ব্যবধান বাড়িয়ে নিয়েছিল শীর্ষে থাকা ইন্টার মিলান। এ সপ্তাহে জুভেন্টাস মাঠেই নামেনি। তবে নিজেদের একমাত্র ম্যাচে জিতে ব্যবধান আরও বড় করেছে ইন্টার। শনিবার রোমাকে ৪-২ ব্যবধানে হারানোর পর লাওতারো মার্তিনেজরা এখন ৭ পয়েন্টে জুভেন্টাসের চেয়ে এগিয়ে।

Post a Comment

0 Comments