Header Ads Widget

Responsive Advertisement

অলিম্পিকে মেসির জন্য মাচেরানোর ‘দরজা খোলা’

অলিম্পিকে মেসির জন্য মাচেরানোর ‘দরজা খোলা’


অনুশীলনে মগ্ন মেসির দিকে তাকিয়ে মাচেরানো। তাঁরা যখন আর্জেন্টিনা দলে সতীর্থ ছিলেনএএফপি

আর্জেন্টিনা তখনো অলিম্পিক বাছাইপর্ব শুরুই করেনি। দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাচেরানোকে জিজ্ঞাসা করা হয়েছিল, অলিম্পিক ফুটবলে লিওনেল মেসিকে তিনি চান কি না। ‘অবশ্যই চাই’—এমনই ছিল মাচেরানোর উত্তর। সেই সময় মেসিকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি অলিম্পিকে খেলতে চান কি না, সেই প্রশ্নের উত্তরে মেসিও ‘হ্যাঁ’বোধক মাথাই নেড়েছিলেন।

বাছাইপর্ব শুরু হওয়ার পর মেসির অলিম্পিক খেলার আলোচনার পালে আরও বেশি বাতাস লাগে। আর এখন তো আর্জেন্টিনা প্যারিস ২০২৪ অলিম্পিকের বাছাইপর্ব উতরে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। মেসির অলিম্পিকে খেলাবিষয়ক আলোচনা চূড়ান্ত গতি পাওয়ারই কথা। ব্রাজিলের বিপক্ষে কাল রাতে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা অলিম্পিকের চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার পর প্রশ্নটি আবার করা হয়েছিল মাচেরানোকে। এবার তিনি বললেন, মেসির মতো একজন খেলোয়াড়ের জন্য তাঁর দরজা সব সময়ই খোলা।

Post a Comment

0 Comments